একদা একদিন সেই যে বকুল ঝরা ভোরে
একেঁছে স্বপ্ন শীর্ণ নদীর রেখায়,
আমার নির্জন গুহার পাথরে
সেই কবে থেকে বয়ে যায় সময় ব্যথায়।
আশা যাওয়ার পথে কত কিযে হারায়,
কেও খুঁজে ফিরে পায়
কেও খুঁজে পেয়ে আনমনে হারায়।
কষ্টেরা শুধুই কাঁদায় সেপথ ধরে
আমার ভিতর তোমার আশা যাওয়া
ভাপা জীবন নৃত্য করে
সুর পায় বেসুরো গানে
জীবনের বিপুলা সন্ধিক্ষণে
বারবার কষ্ট করে শুধু যাওয়া-আসা
নিরবে ছবি আঁকা অনিঃশেষ মনে
_________
তে,কে,এম,আজীমি