হাত বাড়িয়ে ছুঁতে চেয়েছিলাম তোমায়
হাজার তারার ভিড়ে চাঁদ যেমন আলোকিত করে রাত
সন্ধ্যামালতি যেমন মুখোরিত করে রাখে নিরব আধার
শিশির যেমন করে তরোতাজা প্রতিটি পুস্প
বৃষ্টি যেমন করে সতেজ,তৃষিত মনের আঙ্গিনা
কালো মেঘের আভাসে যেভাবে পাখিরা খোঁজে নীর
আমিও তেমনি ছুঁতে চেয়েছিলাম তোমায়
মন ডুবে গিয়েছিলো তোমার ভালবাসার অথৈ সাগরে  
হাত বাড়িয়ে ছুঁতে চাইলেই তুমি হারালে নীল নিস্তব্ধতায়
হারালে তুমি রাতের গহীন আঁধারে ছায়ার মত
তাই আজ আমার শুধুই আদিগন্ত নিঃসঙ্গ জীবন
_________
টি,কে,এম,আজীমি,