বাস্তব জীবনে যা হারালাম স্বপ্নে তা নিলাম খুঁজে
নয়ন মেলিয়া যাহা না পাই আর মিলে চক্ষু বুজে
এমনি এক মায়াবী রাতে তুমি নিরবে এলে কাছে
বলিলে তুমি উত্সর্গ করিবে যা যা তোমার আছে  
তৃষিত প্রাণে টানিয়া নিলাম আমার বুকের মাঝে
বলিলাম তোমায় এত লজ্জা এখন আর নাহি সাজে
গরিবো বাসর তোমায় নিয়ে এই আশা রাখি মনে  
হয়তো সেরাত আসিবেনা আর জীবনে কোনো ক্ষণে
অনেক সাধনার ফল তুমি আজ পেয়েছি তোমায় পাশে
করিব প্রেম মন ভরে দু'জন কারো ক্ষতি নেই তাতে
সুন্দরী সরষী পাশে থাকিলে লজ্জা শরম যায় ভুলে  
মনভরে করে ভালো বাসাবাসী যেমন ভ্রমর ফুলে ফুলে
আমিও চাই ঠিক তেমনি তোমাকে অন্তরে অন্তর বাধি
মেটাবো আজ জীবনের চাওয়া তুমি যদি থাক রাজি
ধরিয়া তুমি গভীর আলিঙ্গনে বলিলে  কাছে আসি
আজ হতে আমার সবটুকু তোমার যতদিন মোরা বাঁচি
ভরিল প্রাণ নিশ্বাসের গ্রানে পুলকিত হলো মন ও প্রাণে
আমি লভিলাম স্বর্গীয় সুখ শরীরের প্রতি কোনে কোনে
খুলিলাম চোখ তুমি নাই পাশে আহা কি নিদারুন ব্যথা
একে একে মনে পড়িতে লাগিল তোমার এক একটি কথা
স্বপ্নেই মোরা ধন্য হলাম আর মোরা স্বপ্নে মরি বাঁচি
স্বপনের লাগি জীবন বিসর্জন দিতে পারি হাসি হাসি
_________
টি,কে,এম,আজীমি,