চাইনি সর্গসুখ এনে দাও যাপিত জীবনে,
চেয়েছি একটু হাত ধরে ভিজব বৃষ্টিতে
বলিনি কখনো তাজমহল গড়ে দাও আমায়
বলেছি শুধু সত্য করে ভালোবেসো আমায়
চাইনি সোনার পালঙ্কে ঘুমোবার নিরবে
চেয়েছি মাটির বিছানায় সুখ পাবো দু'জনে
বলিনি আঁকাশের চাঁদ খোঁপায় দাও পড়িয়ে
চেয়েছি শুধু ঘাস ফুল বেধে দিও আঁচলে
চাইনি শ্বেতপাথরের অট্টালিকা জীবন যাপনে
চেয়েছি কুড়ের ঘর রবো পাশাপাশি স্বপনে
চাইনি কারো বোঝা হয়ে বেঁচে রবো জীবনে
চেয়েছি না হয় পাশা পাশি মাটি পাব দু'জনে
এত টুকু চাওয়া পাওয়া এই চাই শুধু জীবনে
চলনা ফিরে যাই সেই স্বর্গ শান্তির ভুবনে
_________
টি,কে,এম,আজীমি