তুমি কেন বার বার আমার নষ্ট মনের কাছে ফিরে ফিরে আসো
কখনো কষ্টের পাখি হয়ে কখনো চোখে তপ্ত ঝরনা হয়ে
কখনো তীর ভাঙ্গা নদী হয়ে কখনো অথৈ সাগর রূপে ধরা দাও নিরবে
তুমি প্রহরে প্রহরে আসো সকালের স্নিগ্ধ ছায়ায়,দুপুরের ক্লান্তিকর পিপাসায়
সন্ধ্যার মিহি আলোতে জোনাকির ডানায়,মাঝ রাতে মরণ ঘুমের মাঝে
বলতো কি তোমার চাওয়া পাওয়া,কানো আসো ঝর হয়ে ভাঙ্গ মন
চাঁদ হয়ে ভাসো,আসো নক্ষত্র নিত্য ছন্দের মতন এসে ছুঁয়ে যাও শরীর হৃদয়
তুমি বার বার এসে ভরে দাও আমার জীবন কষ্টে কষ্টে,
তারপর যখন দৃষ্টি ফেলি মধুর ছন্দে সৃষ্টির খেলা দেখি,দেখি তুমি নেই কাছে
শুধুই রেখে গেছো কিছু নিবিড় নিরব কষ্ট কিছু অতৃপ্ত পিপাসা,অনেক ক্লান্তি
শরীরে রেখে যাও কিছু ক্ষত বিক্ষত চিহ্ন কিছু চুম্মনের রক্তিম দাগ মনের কোনে
_________
টি,কে,এম,আজীমি