বেঁচে থাকার নামের ছলে অভিনয় করা জীবনের পথে
কফির কাপ হাতে মিছে মিছি ঘাম ঝরা অবিরাম সখে
দিগন্তের ওপারে স্বপনে নির্বাক চেয়ে থাকা একা আনমনে
বৃষ্টির বর্ষণে নিরব পথে বিষন্ন মনে একা একা গুঞ্জনে
বিক্রি করে ভালবাসা সরষী পেটের দায়ে অমুল্য রতন
মানুষ মানুষকে পণ্য করে কি দারুন মুল্য সামান্য তম
নিভৃত অন্ধকারে নিরবে কেটে যাওয়া জীবন সুখের নামে
নেই স্বাদ নেই আহ্লাদ নির্বাক চেয়ে থাকে মরণ প্রতি ক্ষণে
জীবনের গল্প শেষ হতে কে জানে আছে কত টুকু বাকি
কত বোকা বানানো যায় নিজেকে কত দেয়া যায় ফাঁকি
কত টুকু অসহায় হলে মানুষ হয় নির্বোধ হয় লজ্জা হীন
কত টুকু সহ্য করলে মানুষ হয় পাথর মায়া মমতা হীন
_________
টি,কে,এম,আজীমি