এক জ্যোৎস্না ঝরা সন্ধ্যায় রজনীগন্ধা হাতে,
ঠোঁটে গোলাপের পাঁপড়ি আভার স্পন্দনে,
সেই স্মৃতির পথ ধরে কি কারনে আনমনে,
আমার হৃদয় দ্বারে দাঁড়িয়ে ছিলে অনেক ক্ষণ।


কড়া নাড়বে বলে হাত বাড়ালে হঠাৎ কি ভেবে,
আমার অচেতন মন সাড়া দিয়ে গেল নীরবে,
না আর নয় সেই অগ্নিপথে পা বাড়ানো আবার,
ফিরে যাও তুমি সময়ের পথ ধরে এসেছ যেভাবে।


এখানে কিছুই পাবেনা আর তুমি খুঁজে কিছুই নেই,
হাতের মুঠোয় শুধু বিষণ্ণ ধূসর স্বপ্নের বালুচর,
দেখতে পাবে জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়া মুহূর্ত,
কিছু বিলুপ্ত অতীতের প্রতিচ্ছবি চূর্ণ বিচূর্ণ ।


কিছু কাঁচা মাটির গড়া অসম্পূর্ণ প্রতিমা,
যার কোন রঙ নেই রূপ নেই নাম নেই,
তুমি থাকলে না হয় একটা নাম দিতাম,
এখন আমি তুমি হীনতায় দারুন অভ্যস্ত।


একা হাসি একা কাঁদি আয়নার সাথে কথা বলি,
মাঝে মাঝে তোমার ছবি আমায় আলিঙ্গন করে,
আমি অনুভব করি তোমার ঠোঁটের মধুর উষ্ণতা,
করবীর সুগন্ধ শ্বাস নিঃশ্বাসের একান্ত আলাপন,
আমি ভালই আছি তোমার ফেলে যাওয়া অস্তিত্বে,
আমি যাব না ফিরে মিথ্যে ভালবাসার জগতে।
_________________
( ১৬ জানুয়ারি’২০১৬ এথেন্স,গ্রীস )