বিষাদের এক ডালি অনুযোগ সাজিয়ে
এগিয়ে চলেছি সময়ের হাত ধরে একা
ভাষা হীন মিতালির প্রেম বিনিময়ে।


জীবনের রঙিন ব্যস্ততার মাঝে বিলিয়ে
নম্রতার অপরূপ চাদরে ঢেকে নিজেকে
শীতল জমাট শব্দের বেড়া জাল ভেদে।


নির্বাক বৃক্ষের মত শুধুই চেয়ে চেয়ে দেখি
মেঘ্লা দিনের ধূসর অলস আলোর তীরে  
মরু প্রান্তে শেষ ঠিকানা খুঁজে বেড়াই আমি।


আজ আপন বলে কেউ নেই ত্রিভুবনে আমার
স্পর্শ হীন মৌন মিছিলের সারিতে দাঁড়িয়ে
নিজেই পান করি হৃদয়ের বিষাক্ত সুধা।


নীল বাতাসে ঝরে যায় একলা শুকনো পাতা
রক্তিম আলোর দিগন্তে ভেজা ভেজা প্রভাতে
সোনালী সকালে কষ্ট গুলি দেই বিলিয়ে।


পৃথিবীর বুকে কষ্ট প্রদীপ জ্বালিয়ে নিজে
খুঁজে বেড়াই প্রাপ্তির শেষ গন্তব্য অবশেষে।


চোরাবালি বিছানো এই চলন্ত জীবন পথে
বলে দাও আমার সেই শেষ ঠিকানা কোথায়
মৃত্যু যেখানে করে যায় অধীর আহ্বান।
____________
২৩/০১/১৬...এথেন্স,গ্রীস,