কালের যাত্রায় অনেক কিছুই পিছনে ফেলে আজ
নিযুত অজস্র ভাবনার তারাগুলি মনের আড়ালে
বুকের স্বপ্নগুলো দিনের মরীচিকার মত হারায় ।


রাতের নিভৃত আলোর মাঝে খুঁজি একান্ত মনের সুখ
মনের আঙ্গিনায় নীলাভ জোনাকির নৃত্য নির্বিকারে
ধীরে ধীরে প্রদীপ নিভে যায় প্রভাত রবির স্পর্শে।


অস্পষ্ট সীমান্তে ঝাপসা হয়ে যায় মনের অতৃপ্ত সুখ
হৃদয়ের জানালা খুলে মনের আকাশে ভেসে আসে মুহূর্তে
উষ্ণ স্পর্শের ক্লান্ত কষ্ট কাজল নিবের অস্পষ্ট রেখায় ।


হারানোর ব্যাথা ভুলে বেঁচে থাকে আলিঙ্গনের মৌনতায়
মনের একান্ত আবেগ অাবিষ্ট কষ্টছন্দের নৃত্যের তালে
দীপ্তমান সূর্য নিঃশ্বাস ফেলে মনের উঠোনের ঘাসে ।


যতটুকু তৃষ্ণা মিটাতে পেরে ক্লান্ত পাখিরা ফিরে যায় নীড়ে
মনের সবটুকু রেণু মেখে দিয়ে আজ প্রজাপতির ডানায়
আমি অধীর অপেক্ষায় বসে আছি একটু উষ্ণতার জন্যে ।
___________
২৭/০১/১৬..এথেন্স,গ্রীস