আমি বঞ্চিত এক জন মানুষ
আমি আবার ভালবাসা চাইব কেন।
হৃদয়ের সবটুকু পূর্ণতা দিয়ে
কেউ আবার আমায় ভালবাসবে কেন।
সহস্র বছরের পিপাসা নিয়ে
কারো অপেক্ষায় আবার থাকবে কেন।
মনের আঁধার আঙ্গিনায় কারো
চোখের তারা মিটি মিটি হাসবে কেন।  
শরতের ঝরে যাওয়া শূন্য ডালে
পাখিরা মধুর গীত আবার গাইবে কেন।
ভাষাহীন কণ্ঠে কারো পানে চেয়ে
আমি প্রেমের কবিতা আবার পড়বো কেন।  
ভাঁটার টানে বুকের অতৃপ্ত বালুচরে
কেউ প্রেম জোয়ারে আবার ভাসবে কেন।
শিশির বিন্দু হয়ে তৃষিত হৃদয়ে
একফোঁটা জল হয়ে আবার আসবে কেন।
বিধির বিধান বা নিয়তির খেলা
আমি হাতের রেখায় আবার খুঁজবো কেন।
____________
২৮/০১/১৬..এথেন্স,গ্রীস