আমার প্রথম প্রেমের স্মৃতি গুলি আজ বিলুপ্ত প্রায়,
জীবনের খরতাপে কখন যে শুকিয়ে গেছে মনে নেই,
হয়ত শতাব্দী পুরাতন কোন বইয়ের ভাঁজে পাপড়ির,
প্রথম প্রেমের প্রথম গোলাপ রেখেছিলাম আমি সেখানে।


কিছুই বাকি নেই রয়েছে শুধু উঁই পোকার ঝড়া পাখা,
আর আছে দর্পণের আড়ালে সাজানো আধছেড়াঁ ছবি।


মনের সকল আদর সোহাগ দিয়ে জড়িয়ে রেখেছি গোপনে
সন্ধ্যা প্রদীপ জ্বেলে আলোর মিছিলে তোমায় ঢেকে রেখেছি।


ঝরা পাতার বুকে শিহরণ জাগিয়ে যে দিন তুমি এসেছিলে,
হৃদয় দ্বারের কড়া নেড়ে কেন শেষ বিদায় নিয়ে চলে গেলে।


তখন থেকেই হৃদয় দ্বারে লাগিয়ে দিয়েছি তালা,
আসেনি কেউ আসবেনা আর নিয়ে প্রেমের মালা।


কত শরৎ মনের জানালায় উঁকি দিয়ে গেল নীরবে,
আমি নির্বাক মজে আছি আজো প্রথম প্রেম আবীরে।
____________
২৪/০১/১৬...এথেন্স,গ্রীস