আমার ইচ্ছে ছিল নীরব কষ্টের শান্ত সন্ধ্যা লগ্নে
একমুঠো রোদ্দুর নিয়ে দাঁড়াবো তোমার উঠোনে
দাঁড়িয়ে তুমি দু'হাত মেলে চোখের সিক্ত আবেদনে
মেটাতে অসীম প্রেমের তৃষ্ণা বুকে জড়িয়ে আনমনে।


হঠাৎ করে এক সাঁঝের নীল আঁধারের নিস্তব্ধতায়
উঠবে কেঁপে হৃদয় কোণে শীতল পরশ শান্ত আবেশ
জেগে উঠবে আবার জীবন বীণা জাগরণের সুরে
আবার পাখি খুঁজে নেবে আপন নীড় সন্ধ্যা আবীরে।


যে শুকনো পাতা ঝরে গিয়েছে বিষণ্ণ সাঁঝের আলোয়
আবার পাবে সজীবতা জীবন সুধার একান্ত জোয়ারে
জোনাকির ডানায় ভেসে চোখের তারার গভীর নীলে
বলবো তখন সেই অস্পষ্ট কথা গুলি মধু মাখা স্বরে।


মনের অবসরে স্মৃতির কারুকার্য নকশীকাঁথা করে
আবেগের শুভ্রকপোত গুলি বিশাল নিখিলে উড়িয়ে
আবার হাতে দীপ্ত স্বর্ণালি প্রভাত নিয়ে একাকী
দাঁড়াবো মনের আঙ্গিনায় একমুঠো স্বপ্ন নিয়ে।
____________
০৮/০২/১৬..এথেন্স,গ্রীস