আলোহীন আকাশে পথ পাইনা খুঁজে আজ আমি
নির্বাক সময়ের মত জীবন যায় এ থেমে হঠাৎ
স্মৃতির একটি একটি করে পালক ঝরিয়ে নীরবে
রংধনুর বন্যায় হারায় যেভাবে প্রজাপতি দল।


মাতাল বাতাস উড়ায় ঝড়া পাতার আঁচল আঙ্গিনায়
ভেসে থাকে দিগন্তের রক্তিম আলোর আভা সন্ধ্যায়
বায়ুহীন বুকের নীল কষ্ট বাড়ে ধীরে ধীরে একাকী
সুধায় কি উচ্ছ্বাস লুকিয়ে রেখেছ শূন্য বুকের মাঝে।


সময়ের হাত ধরে কেটে যায় জীবনের অনেক পথ
সোনালি সূর্য কিরণের অপূর্ব ছায়ার গভীরে মিশে
ঘাসের ডগায় জমে থাকে প্রভাতের শিশির বিন্দু
অতীতের অনেক অবাঞ্ছিত স্বপনের পরশ জাগায়।


রূপালী তারার মিছিলে নেমে আসে ঠাৎ ঝড়
বিবর্ণ হয় সকল আশা হলুদ ঝরা পাতার মত
হৃদয়ের জানালার আড়ালে উঁকিদেয় স্মৃতির মুখ
অতৃপ্ত জীবন প্রানপনে ডেকে আনে মৃত্যুর স্বাদ।
____________
০৯/০২/১৬..এথেন্স,গ্রীস