আমার খুব জানতে ইচ্ছে করে
চাঁদহীন আকাশের নীল বেদনা
এতকি কষ্ট যে বার বার লুকোয় মেঘের আড়ালে।


আমার খুব জানতে ইচ্ছে করে
শান্ত বুকের সেই গভীর রহস্য
এমন কি আছে সেখানে যা ঢেকে রাখে লজ্জার চাদরে।


আমার খুব জানতে ইচ্ছে করে
কাজল কালো চোখের শুভ্র ব্যথা
কি কারণে এত উষ্ণ হয়ে গড়িয়ে পরে অধর যুগলে।


আমার খুব জানতে ইচ্ছে করে
বাঁকা ঠোঁটে মৃদু স্পন্দনের কারণ
কি এমন কষ্ট যে লুকিয়ে রাখে অট্ট হাসির আড়ালে।


আমার খুব জানতে ইচ্ছে করে
সাগরের বুকে গভীর ঢেউয়ের কান্না
কি কারনে নৃত্যের তালে তালে ছুটে আসে বালুতীরে ।


আমার খুব জানতে ইচ্ছে করে
সন্ধ্যা পাখিদের কোলাহলের সুখ
কিসের টানে ফিরে আসে আপন নীড়ে সন্ধ্যা আবীরে।


আমার খুব জানতে ইচ্ছে করে
সেই অনুপম ভালবাসার মূহুর্ত
কিসের তরে আছড়ে পড়ে অভিমানী নদী সাগরের বুকে।
____________
১৭/০২/১৬...এথেন্স,গ্রীস