নীরবে প্রণয়ের অভিসার কত যে মধুর
উষ্ণ চুম্বনের দাগ এখনো মাধুর্য ছড়ায়।


মনে মনের খেলা শরীরের টানে আনমনে
হৃদয়ে দাগ রেখে যায় শুধুই শেষ স্পর্শটুকু
যে স্পর্শে জেগে উঠে মনে যৌবনের ঢেউ।


হৃদয়ের একান্ত টানে ছুটে আসা প্রেয়সীর
অধর থেকে কন্ঠে,কণ্ঠ থেকে বুকে শুধুই সুখে
সীমাহীন অকৃত্রিম সুখ শুধুই দু'জনার একান্ত।


নারীতেই রয়েছে অসীম স্বর্গীয় সুখ মাত্র
কারণ নারী স্বর্গীয় সুখের দেবী মহারাণী
স্বর্গ থেকে অবতরণ শুধুই সুখের নেশায়।


প্রেয়সী এসো তোমার সুখ দিয়ে ধন্য কর
তোমার স্পর্শে আমি জগতের মায়া ভুলে
আঁচলে বেঁধে দেব সৃষ্টি কর্তার পরম অবদান।


তুমি নারী হওয়ার সুখ পাবে অফুরান
আমায় নাও তোমার পবিত্র বাহু ডোরে
জীবনের প্রথম ভোরে প্রথম বার প্রথম সুখ।


সব দিয়ে আমায় পুরুষ হওয়ার পূর্ণতা দাও
আমি হারাতে চাই তোমার হৃদয় গহিনে
কম্পিত অধরের স্পর্শে বহু ডোরের বন্ধনে।
___________
২৪/০২/১৬..এথেন্স,গ্রীস