বসন্ত এসে বার বার রাঙিয়েছে তোমার
আঁচলে ঢাকা হৃদয় ফাগুনের রঙ্গে পলাশে।


বিষণ্ণ মনে জ্বেলে দিয়েছে অসীম সুখ পরশ
শ্রাবণ তীরে নব শ্রাবণের ধারাতে ধুয়ে।


এক বিজন সন্ধ্যায় নীরব নিবিড় ক্ষণে
একলা প্রহরে মেতেছিল দু'টিমন আলাপনে।


সেদিন তোমার চোখের তারায় দেখেছিলাম
একান্ত আনন্দময় অধ্যায়ের সব ইতি বৃত্তান্ত।


সেদিন তোমার হাতে রেখেছিলাম এই হাত
মনে পরে আজ সেই মাধবী সন্ধ্যার কথা।


পৃথিবী রঙিন ছিল ফুলে ফুলে দু'জনার প্রেমে
জীবনের গ্লানি ভুলে আমার বুকের গভীরে।


হৃদয়ের আদরে খোলনি চোখ লজ্জায় আবেগে
তোমার মুক্ত বেণীতে গেঁথে দিয়েছিলাম জবা।


আজো পেতে মন চায় সেই নীরব মধুর লগ্ন
সেই আঁচল ঢাকা হৃদয়ের স্পন্দনের আড়ালে।
____________
২৯/০২/১৬..এথেন্স,গ্রীস