মনের বিক্ষিপ্ত ভাবনার শেষ সীমানা ছুঁয়ে
প্রেম বিষাদের চলমান ক্ষনিকের পুষ্প নিয়ে
এক নীরব নির্দয় সন্ধ্যার আঁচলে মুখ ঢেকে
করে আলিঙ্গন প্রলিপ্ত দীপশিখায় নিজ মনে।


নিজের নির্লিপ্ত বাসনা পূর্ণ করতে নিমিষেই
নিজের সর্বস্ব উজার করে প্রেমের অস্তিত্ব খুঁজে
নিরুপায় পৃথিবীকে বিদায় জানায়
অমর করে তার ভালবাসা জলন্ত পাখায়।


হে প্রেম ! কি দিলে তুমি আমায়
শরীর হীন আত্মার শ্রেষ্ঠ আনন্দ
প্রেম কি শুধু হৃদয় দিয়ে উপলদ্ধিমান
জীবনের পূর্ণতায় ভালবাসা কি আজ ব্যর্থ।


মৃত্যু সন্ধি করে প্রভাতের সূর্য কিরণের সাথে
এনে দেয় এক বায়ুহীন বুকে নীল কষ্টের ভোর
সময়ের হাতে হাত রেখে শুধুই বয়ে যাই স্রোতে
জীবনের এক নির্জন সন্ধ্যায়
আবার নিজেকে হারাব বলে
এক প্রলিপ্ত দীপশিখায়।
____________
২/৩/১৬..এথেন্স,গ্রীস