নূপুর তরঙ্গ মগ্নে তটিনীর একরাশ মুগ্ধতা
তোমার কন্ঠে সাজাবো বলে
আমি বেঁচে থাকি অনন্ত জীবন।


অসীম নীলিমার কোলের এক গুচ্ছ নক্ষত্র
তোমার আঙ্গিনায় ছড়াবো বলে
আমি জেগে থাকি অনন্ত দীর্ঘ রজনী।


বর্ণিল প্রজাপতির ডানার অতুল্য মাধুরী
তোমার আঁচলে ঝড়াবো বলে
আমি বার বার ফিরি সময়ের কুলে।


ভরা বসন্তের কাননে পুষ্পের উড়ন্ত সৌরভ
তোমার নিঃশ্বাসে জাগাবো বলে
আমি আজো লোভী অলির গুঞ্জনে ভাসি।


সন্ধ্যা প্রদীপ শিখার লাল আভার মৌনতা
তোমার কম্পিত ত্তষ্ঠ রাঙাবো বলে
অজস্র বছরের দীপাবলী জ্বালিয়ে রাখি।


নিঃস্ব জীবনের দুর্দান্ত গ্রাসের ব্যথা কষ্ট
তোমার জীবন থেকে সরাবো বলে
নিজের অস্তিত্ব ভুলে তোমায় ভালবাসি।
____________
০৫/০৩/১৬..এথেন্স,গ্রীস