একটি গুলির শব্দ, কিছু ধোঁয়া
বারুদের গন্ধের আড়ালে
নিথর শরীর পড়ে আছে
পাশে নেই কেউ কাঁদার জন্য।


কেমন সমাজে করি বাস আমরা
রাজনীতির চোখের ইশারায়
ঝরে পড়ে নব মুকুল রক্তাক্ত পথে।


বিংশ শতাব্দীর একি বীভৎস রূপ
মানবতাহীন মানব জগতে
এর কি কোনো প্রতিরোধ,প্রতিকার নেই।


এই অসমাপ্ত গল্পের শেষ কোথায়?
এভাবেই ঝরবে মুকুল অসময়ে পথে
বারুদের গন্ধে,রক্ত ভেজা রুমালে।
____________
০৪/০৩/১৬..এথেন্স,গ্রীস