মনের কানন থেকে রক্তে রাঙানো গোলাপ এনে
যদি তোমায় সাজাই,পরাই তোমার খোঁপায়।


ভোরের কাকলির কলতান থেকে কিছু সুর এনে
যদি তোমার কন্ঠে জড়াই,মুখরিত করি পৃথিবী।


প্রজাপতি ডানা থেকে বর্ণিল রং এনে চুপিসারি
যদি তোমার অধর রাঙাই,স্নিগ্ধ প্রেমের পরশে।


ধুসর গোধুলি থেকে নিষ্পাপ সন্ধ্যা আবীর এনে
যদি তোমার হৃদয়ে ছড়াই,মালতির সুবাসে।


জ্যোৎস্না ভরা রাতে তটিনীর নূপুর ছন্দ এনে
যদি তোমার মনে ভরাই,নৃত্যের তালে তালে।


তোমার মনের মাধুরীতে মিশে একান্ত প্রত্যাশায়
যদি তোমায় ভাল বাসতে চাই,প্রেমের আবেশে।


তুমি কি সাড়া দেবে, তুমি সত্যি প্রেম করবে?
____________
১১/০৩/১৬..এথেন্স,গ্রীস