প্রেম সকালে মন দ্বারের কড়া নেড়ে জানিয়ে গেল,
অনেক আনন্দে হেসে হেসে, আজ সে মহা ব্যস্ত,
আজ তার সীমাহীন কাজ পরে আছে বাকি,
পাতায় পাতায় শিহরণ জাগিয়ে,
পুষ্পে পুষ্পে সুবাস ছড়াবে।


নূপুরে নূপুরে গুঞ্জন হবে, নাচবে ঢেউযের তালে,
কবিতা কুঞ্জে কলতানের মুখরতায় ভাসবে,
প্রজাপতির ডানায় রং হয়ে হাসবে,
শুভ্র মেঘে কাজল জড়াবে,
ঝরবে বৃষ্টি হয়ে।


নীল সমুদ্রের সীমানায় হারাবে হয়ে পূবাল হওয়া,
সন্ধ্যা পাখিদের কলরবের মাধুরীতে ভেসে,
জোনাকির আলোর পূর্ণতা মেখে হারাবে,
হয়ে দূরগামী হলুদ বলাকার জুটি,
আজ তুমি থাক নিজেকে নিয়ে,
আজ তোমায় দিলাম ছুটি।
____________
১১/০৩/১৬..এথেন্স,গ্রীস