ক্লান্ত জীবনের পথ চলার দিশা,
তর্জনী দেখিয়ে ধুলোয় মিশে নীরবে,
ভাবনার তীরে হারাই আমি,
ছিন্নমূল বৃক্ষের হলুদ পাতায় আড়ালে,
জীবন আমায় তাগিত করে পিপাসিত মরুতে।


হেঁটে আসা জীবনের অন্ধকারে,
ঝড় তোলে সুবাস বিহীন ফুলের পাপড়ি,
নীহারিকা কি তুমি দেখতে পাও,
আমার অশান্ত বুক চৌচিরের দৃশ্য।


মরুভূমির আঁধারে চাঁদ আজ লজ্জিত,
কি করে নির্মান করি সমাধি,
চলার পথে কোন ঝরা পাতার শব্দ নেই,
ক্লান্তিকর জীবনের পথ চলা একাকী,
অব্যক্ত নিঃশ্বাস পদ চিহ্ন রেখে যায়,
তপ্ত মরূর তৃষ্ণিত বুকে।


আমার এই গন্তব্যহীন প্রজাপতি জীবন,
আশ্রয় খোঁজে নীলাভ উত্তাল তরঙ্গে,
আজ ধুলো জমানো আধো ছেঁড়া স্মৃতির পাতা,
উলট পালট হয়েছে হৃদয় গহিনে।


অতীতের প্রণয়ের কথায়,অশ্রু জমে নয়ন নীড়ে,
পড়ুক না দু'ফোঁঁটা জল,পিপাসিত তপ্ত মরুর বুকে,
অগনিত বত্সরের তৃষ্ণা দূর হোক আজ।
_______________
১৬/০৩/১৬......এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®