আমি কবি তাই কবিতার মালা গেঁথে চলেছি অবিরাম
হেসে হেসে লিখে যাই জীবনের সব গল্প
কাগজ কালির আবরনে।


আজো স্বপ্নীল মায়ার বিষণ্ণ কবিতা গাঁথি দু'ফোটা চোখের জলে
অনেক বার নিতে চেয়েছি বিদায় মায়াহীন পৃথিবী থেকে
বার বার ফিরে এসেছি কোনো নতুন প্রত্যাশায়
গুনেছি প্রতিক্ষার প্রহর নির্ঘুম রাতে।


নীল দিগন্তে চেয়ে থেকে কেটেছে অগনিত সন্ধ্যা
ব্যস্ততার আড়ালে ফেলে এসেছি জীবনের অনেক স্মৃতি
জীবনের পূর্ণতায় অনেক কিছুই ফেলে এসেছি নীরবে ।


নিজের অস্তিত্ব খুঁজে পেতে আমি কত রাত হারিয়েছি অজানায়
ফিরে পেতে চাই হারিয়ে যাওয়া অমূল্য সময়ের মুল্য
এখনো স্থির চেয়ে থাকি আমার চোখের তারা যুগলে অপলক।


যৌবন নিয়েছে বিদায় সে অনেক আগেই
রেখে গেছে তার স্মৃতি চোখের পাতায় ক্ষত,কিছু কালো দাগ
চুল দাড়ি শুভ্র তুষারপুঞ্জ, বয়স বেড়েছে সূর্য সমান।


এখন রেখে যেতে চাই আনন্দ বেদনা হৃদয়ের মাঝে
হাসি কান্নার আবেশ ছোঁয়া জীবনের স্মৃতি
আরো রেখে যেতে চাই সময়ের সব স্বপ্ন কথা
প্রথম ভালবাসার অনুভূতির গল্প।


আমি কবি তাই লেখে যাই যাপিত জীবনের ছবি
কলমে কাগজের কালো দাগের আড়ালে।
____________
১৭/০৩/১৬..এথেন্স,গ্রীস