রাতের শেষ প্রান্তে আঁচল ধরে ডাক কেন!


লুফেছ ঠোঁটের লালী মধ্যরাতেই,
কতই না ব্যস্ত হাতে হাতড়েছ আমার শরীরে


আমি নারী ! সেই পৃথিবীর আদি লগ্ন থেকে -
বয়ে চলেছি পুরুষের পাপ আপন শরীরে,


আমি নারী ! অত্যাচার সহ্য করে প্রতি প্রহরে
আমি কি শুধুই কামনার সাদৃশ্য!


আমি মা ! গর্ভে ধারণ করেছি পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান,
আমি বোন ! আমার আঁচল ছায়ায় বেড়ে উঠেছে  
কত বীর, মহা জ্ঞানী পুরুষ।


সহধর্মিণী আমি! আমার ডাক ফিরিয়েছে
কত যোদ্ধা,
রণক্ষেত্র ছেড়ে ভালোবাসার টানে।


আমি প্রেয়সী ! আমার প্রেমে পাহাড় কেটেছে ফরহাদ
উন্মাদ হয়ে বনে বনে ফিরেছে কায়েস,


আমি নারী ! আমায় ছাড়া তুমি অসম্পূর্ণ,অপবিত্র
আমাতেই রয়েছে তোমার পরিপূর্ণতার আত্মকাহিনী,


শ্রদ্ধা করেই যেতে পারো পবিত্রতার উচ্চ শিখরে,
ওভাবে ডেকে কেন অপবিত্র কর নিজেকে
কেন হারাও নিজের মর্যাদা,মানুষত্ব।
____________
২২/০৩/১৬..এথেন্স,গ্রীস