জীবনের অনেক বিদীর্ণ সন্ধ্যায় তোমায় ডেকেছি
মনের ব্যাকুলতা জড়ানো অনেক শব্দের ছন্দে।


বিষণ্ণ বিবর্ণ আকাশে শুভ্র মেঘের হাতছানি
চোখের কোনায় এসে জমে বিন্দু হয়ে গভীরে
গোধুলির কান্না হয়ে ভোরের আবীর মেখে
তোমার পরশে আসুক জীবনে নবীন সুর্য।


সাঁঝের সোনালী রোদের ছায়া সমস্ত শরীরে মেখে
ফাগুনের ঝরা মালা ঝুলে আছে শিমুলের ডালে।


এই সন্ধ্যায় আমি চলেছি অনেক দূর একাকী
জীবনের সব নিঃসঙ্গতা মেখে পথের মায়ার
আমি দেখেছি অনেক চন্দ্র সুর্যের লাবন্য প্রেম
রঙিন কাঁচের ফ্রেমে বাঁধা দেয়ালে ভালবাসা।


এই সন্ধ্যায় আমি অনুভব করি আমার অস্তিত্ব
রেখে এসেছি একমুঠো ভালবাসা জড়ানো দু'চোখ।


আরো রেখে এসেছি নীল ছেড়া পাতায় কিছু কবিতা
কত মান অভিমান লুকিয়ে আছে ছেড়া পাতার ভাঁজে
জীবনের প্রথম গন্ধ মাখা চিরকুটে অব্যক্ত কথা
আজ না হয় ভুলে যাই সব এই দীপ্ত সাঁঝ বেলা।


অবুঝ শব্দ গুলো বাঁধা থাক সুরতালহীন ছন্দ তলে।
____________
২৪/০৩/১৬..এথেন্স,গ্রীস