আমি স্বাধীন হতে চেয়েছিলাম অনেক আগেই
আমাকে গলা টিপে ধরা হয় ভাষার আড়ালে
আমাকে হত্যা করে জাতীয়তাবাদের নামে ।


প্রত্যাশিত স্বাধীনতার জন্য .........
কত মুকুল ঝরে গেছে ফুল হয়ে ফোটার আগে
কত সুর হারিয়ে গেছে অবগাহীত তরঙ্গ বাঁকে
কত বোনেরা সম্ভ্রম হারায় বর্বর অত্যাচারীর হাতে
কত মা সন্তান খুঁজেছে এই বাংলার পথে ঘাঁটে ।


আমি এখনো কান্না শুনতে পাই সন্ধ্যা বাতাসে
লাশের গন্ধ ভেসে আসে আজো আমার চারিপাশে
এভাবেই কেটেছে আমার স্বাধীন হওয়ার রাত ।


একদিন স্বাধীনতার সূর্য উদয় হল রক্তে লাল হেসে
স্বাধীন বাতাসে নিঃশ্বাস নিলাম চোখের জলে ভেসে।


আজ আমি কি সত্যি স্বাধীন?
আমি পেয়েছি কি প্রত্যাশিত স্বাধীনতা ?
ভাইয়ের বুকে লাথি মেরে বোনের বস্ত্র হরণ করে
কোমল কণ্ঠ কঠিন হলে কণ্ঠ নালি চেপে ধরে
তিন যুগ গেল আমি স্বাধীনতা খুঁজি পথে ঘাটে
দেখেছি কত আগুনে জ্বলে যা যা আছে দৃশ্যপটে।


রাজন মরল তনূ মরল আগেই মরেছে সাগর রুনি
বছরের পর বছর কেটে গেল ধরা গেলনা আজো খুনি
এইভাবে স্বাধীন দেশে মরবে ক’জন আর তা কে জানে
সবই আমরা হেসে উড়াই স্বাধীনতার উল্লাসের গানে।


ধন মান প্রাণ সব এক পাশে রেখে নিয়ে নীরবতা
আজো কি পেয়েছি আমার সেই প্রত্যাশিত স্বাধীনতা ?
____________
২৫/০৩/১৬..এথেন্স,গ্রীস