এখন আর আয়নার সামনে দাঁড়াতে ভালো লাগে না
মনের কথা গুলো আবেগ হয়ে শব্দ ছন্দ বাঁধেনা
কিছু অনীহা জমাট হয়ে ঝরে পড়ে আঁখি পাতে
অকারণে একান্ত ভালবাসার মানুষ গুলিকে কষ্ট দেই
উফ ! আমি সময়ের প্রবাহে ভেসে যাই চলে
উন্মাদনার উচ্চ শিহরে।


নিজের সাথে নিজেই কথা বলি হাসি কাঁদি
হৃদয়ের সব ক্লান্তি স্থান নিয়েছে মাথায়
তার সাথে যোগ হয়েছে ভালবাসার ব্যথা
সব মিলিয়ে যবনিকার হাতছানি।


স্মৃতি নামে এক অধ্যায় আছে জীবন খাতায়
বারবার ভালোবেসে পিছু টানে ইশারায়
অতৃপ্ত জীবনের মায়া ভুলে ছুটে যেতে চায় মন
অবাক প্রত্যাবর্তনের হাত ধরে।


নিমিষে পাল্টে যায় সব স্বপ্নের ঘোর, সকল বাঁধন
অজানা কোন কারণে ফিরে আসি আবার
মন ভুলানো মিথ্যে জগৎ মায়ায়।
____________
২৭/০৩/১৬..এথেন্স,গ্রীস