প্রচন্ড বৃষ্টি মুখর রাতে অনাবৃত প্রেয়সীর আগমন
লাল চোখ নেশা ভরা কন্ঠ,এলোমেলো বাক্য আহবানে
বৃষ্টি বিন্দু আমার শরীরে আগুন জ্বালিয়েছে দিগুন
অসীম পিপাসিত করেছে আমার হৃদয়
এই বৃষ্টি ভেজা রাতের একান্ত আবেগ মেখে  
তোমার দু'ফোটা উষ্ণ জল দিয়ে শান্ত কর আমায় ।


আমি অতি আদরে টেনে নিলাম বাহুডোরের বন্ধনে,
তপ্ত  কামনায় শরীর কাঁপছে থর থর
প্রেয়সীর বুকের গোলাকার কিসমিস ওষ্ঠ আদর চুম্বনে
হাত খেলছিল আমার চুলে গভীর স্পর্শে
হাতের ইশারায় বোঝাল চুম্বনের সীমাবদ্ধতা
আমি নিচে নেমে এলাম ধীরে ধীরে
আহ ! সমস্ত শরীরে শিহরণ জাগিয়ে গেল
লবণাক্ত স্বাদের উন্মাদ সৌরভে।


রোমে রোমে জেগে উঠলো অসীম কামনার উষ্ণতা
নিজেকে ধরে রাখতে হলাম ব্যর্থ
অর্পণ করলাম নিজেকে প্রেয়সীর দু'বাহুর বৃত্তে
আমার ঠোঁট তোমার উষ্ণ ওষ্ঠের পিপাসায়
হাত খুঁজে বুকের ভাঁজের কমলতার স্বাদ
সুঠাম শরীর মিশে গেল যায় তপ্ত শরীরের গভীরে।


অগনিত প্রহর পার হল দু'জনার দাপাদাপিতে
আজ ! সময় এখানেই থেমে যেত যদি!


সময়ের বাধা ভেঙে এক সময় ঢলে পরলাম
ক্লান্তির অফুরান্ত আনন্দ নিয়ে উল্লাসে ।


এখনো লেগে আছে সেই উষ্ণ অকৃত্রিম আদরের ঘ্রাণ
শরীরের ভাঁজে ভাঁজে হৃদয় গভীরে ।  


____________
২৯/০৩/১৬..এথেন্স,গ্রীস