একটুকু আশা নিয়ে হাত বাড়িয়েছিলাম জীবনের কাছে
এই মনে কখনই ছিলনা আকাশ ছোঁয়ার অতৃপ্ত বাসনা
ভাগ্য চক্রের চাকা যখন উল্টো দিকে ঘোরে নিমিষে
অশ্রুরা স্থান নেয় চোখের পাতার গভীর অরণ্যে।


স্তব্ধ গগনের নির্বাক বাতাসের হঠাৎ ঝাপটায়
উড়ে এসেছে কত ব্যর্থতার ধুলোবালি শরীরে
ডালিম পাতার ফাঁকে টোনা টুনির নীড় বাঁধার স্বপ্ন
মিলে যায় দীর্ঘ অপেক্ষায় নিষ্ফলা সমাপ্তির প্রহরে
শব্দরা হারিয়েছে আজ স্তব্ধতার গহীনে।


শরীরে বেঁধেছে বাসা আরোগ্যহীন ব্যধি চুপিসারি
লুকিয়ে রাখি ব্যথা সুন্দর মধু বাক্য ছন্দের আড়ালে
এখন জীবন এসে দাঁড়িয়েছে বিদীর্ণ পথের বাঁকে
কে আবার পিছু ডাকে গন্তব্যহীন চলার পথে।


চোখের জলের গোপন স্রোতে ভেসেছি অনেক পথ
দাঁড়িয়ে আছি শেষ প্রান্তে কারো আসার অপেক্ষায়
একবার না হয় আরো কাঁদি না পাওয়ার অভিসারে।
____________
২৯/০৩/১৬..এথেন্স,গ্রীস