রাতে অনেক পথ হেঁটেছি একা তুমি আর আমি
তবুও পারিনি আঁধারে তোমার কাছে যেতে
অন্ধকারে শরীর ছুঁতে কত যে আনন্দ লুকানো
সন্ধ্যার আলো দু'হাতে সরিয়ে
নিরিবিলি প্রহরে চোখ ঢেকে হাতে
কত বার ছুঁতে চেয়েছি তোমার মনের সীমান্ত ।


যখন তুমি পাশে থাক আঁধার সরে যায় দূরে
ক্লান্ত দুপুরে হৃদয়ের মাঝে তোমার উষ্ণতা উড়ে
আমি ভরে নিতে চাই শূন্য মুঠোয় আনন্দের স্বাদ
হেঁটে হেঁটে তোমার শরীরের পথ ধরে ।


নুয়ে পড়া কবরী কেয়ার শাখে আদরে
চুমু খায় সুগন্ধ ছড়ানো নিঃশ্বাসের উষ্ণতায়
তোমার বুকের আঁচলের আঁধার দু'হাতে সরিয়ে
জীবন সৈকতে ডেকে আনবো জ্যোৎস্নার মিছিল ।


তোমার শরীরের আঁধারের স্পর্শে গন্ধ মেখে
কাতর আমি কত যুগ ধরে পিপাসিত শ্রাবন হয়ে
তৃষ্ণা মেটাতে চেয়েছি প্রথম ফোঁটার সৌরভ ছড়িয়ে
চোখের পিপাসা আরো বাড়ে বৃষ্টির শব্দের নৃত্যে
যতই কাছে যাই আঁধার ছোঁয়া হয় না আমার ।
____________
০২/০৪/১৬..এথেন্স,গ্রীস