জানতে ইচ্ছে করে কেমন আছ তুমি ?
জানি ভালোবাসা নিঃশব্দে গেছে হারিয়ে অজানায়
আকাশের তারাগুলি যেভাবে হারার দীর্ঘশ্বাস ফেলে
অমাবস্যার আঁধারের জালে।


সুখ পাখিরা উড়ে গেছে নিঝুম সন্ধ্যায়
গাছেরা পাতায় ঝরে পড়ে বিদীর্ণ কিরণ যেভাবে
ভোরের সূর্য জেগে উঠে শিশিরের কান্না হয়ে
সারা রাত দিগন্তে প্রত্যাশার স্বপ্ন চোখ
শেষ করতে চায় তার অসীমতার যাত্রা।


সত্যি করে বলো তুমি কেমন আছ আজ ?
জানো ভালোবাসতে হলে অনেক বড় মন চাই
কি করে বলি তোমার আমি রেখেছিলাম
অনবদ্য ভরসার প্রদীপ ভেবে।


সময় বোধ হয়.বোঝে না ভালোবাসার মূল্য
তাইতো জীবন যুদ্ধে হেরে গিয়ে এভাবে
দু'হাত দিয়ে সরিয়ে দিলে আমায়
তাই বলে কি মন থেকে সরাতে পারবে কখনো।


যোজন যোজন দুরত্বে চোখ যেন তাই মাপে
মন কি পথের ব্যবধান টা মাপবে হৃদয়ের টানে
অজস্র দুরত্ব হলেও মনের চোখ যেন ঠিক তাই দেখে
যে মনের গহীনে রাখেছিলাম তোমায় যত্ন করে
সেখানেই থাক তোমার স্থায়ী নিবাস।


তুমিও থাকো অসীম সুখে পাখিদের কলতানে মেতে
ভবিষ্যতের স্বপ্ন এঁকে চোখের পাতায়
আমি না হয় হারাই বিদীর্ণ সময়ের চোরাবালিতে  
রাতের অন্ধকারে.নয়নের নীরব অশ্রুধারায়।
_______________
০৩/০৯/১৬......এথেন্স গ্রীস  
© Copyright সংরক্ষিত ®