আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজেকে পুরুষ রূপে দেখি,
কত লজ্জা কত অন্যায়ের কাজে লিপ্ত শুধুই পুরুষ, একি।
জৈবিক নেশায় তাড়িত পুরুষ বার বার করে নারীকে হীন
পুরুষ ওরা মাংসাশী পশু কতটা নীচ ঘৃণিত কীট অর্বাচিন।


দেখি চেয়ে ছেঁড়া পাতার মত পথে ঘাটে নষ্ট নারীর কষ্ট  
লম্পট কামুক চোখের পুরুষের তাড়নায় অসংখ্য
অভাগী নারী হয়েছে পথ ভ্রষ্ট।


নারী পুরুষ কতোই বিচিত্র সৃষ্টির মাঝে দৃষ্ট
নারী পুরুষকে দেখায় সুন্দর পৃথিবীর আলো  
পুরুষ নারীকে অন্ধকারে করে উপবিষ্ট।


পুরুষ পঙ্কিলতায় ডুবে সাজে সাধু,
নষ্ট বলে ছুঁড়ে ফেলে দোষ নারীর ঘাড়ে
বুঝেনা সে পুরুষ ছাড়া নারী কখনো কি নষ্ট হতে পারে।


কৃষ্ণের বেলায় অকলুকঘ মহত্বের অসীম নীলা খেলা
রাধার বেলায় অক্কাপ্রাপ্তির অগ্নি পরীক্ষার মেলা।
পুরুষ মহাপাপের অস্তিত্বে লুফে নেয় শারীরিক প্রশান্তি
নারীর বেলায় শুধুই অনুতাপ অক্ষৌহিণী কলঙ্কি।


সৃষ্টি থেকেই নারী পুরুষ অবিচ্ছেদ্য দোষের কর্ণধার
ঘোষিত দোষ নারীর ঘাড়ে করে তর্জনীর হুংকার।
নারীই মাতা, নারীই কন্যা, নারীই স্ত্রী মায়াময়ী
পুরুষ যদি দেয় নারীর প্রাপ্প মর্যাদা হবে কালজয়ী।  
_______________
০৯/০৯/১৬......এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®