অনাবিল ঈদের খুশিতে আত্মহারা বর্ণিল পোশাকে
আনন্দে উদ্যম উল্লাসী হয়ে চলেছ পথে
খুশি বিতরণে বন্ধুদের সাথে হাসো ক্ষনে ক্ষনে
কারণ আজ তোমার ঈদ।


একটু দেখো চারিদিকে চেয়ে আছে অনেক আসে পাশে
বেমামান ছেঁড়া জামা পড়া জড়া জীর্ণ শিশু
যাদের আছে শুধুই আহাজারি আর নাই কিছু
বলো তাদের কেমন হবে ঈদ।

আমরা কত সুশীল আজ পোশাকের আড়ালে
একটু অবসরে ভেবে দেখো ভালো করে  
যাদের পেটে নাই ভাত আছে সংসারে শুধুই অভাব
বলো তাদের কেমন হবে ঈদ।

দাঁড়িয়ে আছে পথে কিছু পাবার আশায় হয়ে নিরুপায়
গাছের ছায়ায় তাদের বাস পায় উপহাস
দু'টি সন্তান তার সাথে ক্ষুধায় কাতর কাঁদে
বলো তাদের কেমন হবে ঈদ।


বৃক্ষের আড়ালে প্রেমের খেলা চলে টাকার বিনিময়
বৃদ্ধ বাবা অসুস্থ মা তার নিজের পেটের দায়ে
বিক্রি করে পথে পথে কিশোরীর সম্ভ্রম
বলো তাদের কেমন হবে ঈদ।

বৃদ্ধ মা বাবার জোড়া পথের ধরে তাদের স্থান
কত হবে বয়স সত্তর অথবা আশির টান
ছেলে হয়েছে সুখী তাদের ফেলে পেয়েছে পরিত্রান
বলো তাদের কেমন হবে ঈদ।


একান্ত আদরে কত আহ্লাদী স্বরে ডেকে নাও কাছে
নিজের স্নেহ মায়া ভরে নিজের সন্তান
তোমার বাড়ির পাশেই থাকে তারা উপোস
বলো তোমার কেমন হবে ঈদ।
_______________
১৪/০৯/১৬......এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®