মাঝে মাঝে আমার ইচ্ছে জাগে কারো একান্ত উষ্ণ ছোঁয়া পেতে
কাক ডাকা ভোরে বিছানার ভাঁজ সরিয়ে কেউ এসে বলুক
দেখো তো তোমার চায়ে চিনি ঠিক আছে কি না
আলতো করে চুলগুলো টেনে বলুক অনেক হয়েছে এবার উঠো
স্নান করে এসো খাবো এক সাথে।


মাঝে মাঝে আমার ইচ্ছে জাগে অলস দুপুরে কেউ শয্যা সঙ্গিনী হোক
ঢলে পড়ুক বিকেলের স্নিগ্ধ আলো মায়া দু'বাহুর বৃত্তে
এক নিবিড় ভাললাগায় কেটে যাক পড়ন্ত বিকেলের মৌনতা  
এক কাপ গরম কফির সাথে দু'পিস চিংড়ি ভাজা এনে বলুক
অলসতা ছেড়ে এবার জীবনের স্বাদ নাও।


মাঝে মাঝে আমার ইচ্ছে জাগে চাঁদ উঠা সন্ধ্যায় কেউ বসুক পাশে
কাঁধে মাথা রেখে মায়া ভরা আহ্লাদী স্বরে বলুক "ভালোবাসি"
ঠোঁটের রক্তিম আভার অন্তরালে লুকিয়ে থাকুক জোনাকি
ধন্য হয়ে উঠুক যাপিত জীবনের কিছুটা আনন্দময় সময়
উন্মুক্ত করে দিক হৃদয়ের নিভৃত চুম্বনের দ্বার।


মাঝে মাঝে আমার ইচ্ছে জাগে শীতের কনকনে হাড়কাঁপা রাতে
কেউ জড়িয়ে থাকুক লতার মতো হোক নিঃশ্বাসের কাটাকাটি
নেমে আসুক জীবনের মায়াময় রাতে স্বৰ্গীয় সুখ একে একে
একটি বালিশে দু'টি জীবন বাঁধা থাকুক এক স্বপ্নের বন্ধনে  
কেটে যাক জীবনের প্রতিটি মুহূর্ত অনাবিল আনন্দে।
_______________
১৫/০৯/১৬......এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®