স্তব্ধ এক বৃষ্টি ভেজা স্যাঁতস্যাঁতে পড়ন্ত বিকেলে
যান্ত্রিক সময়ের রংহীন বিবর শূন্যতা নিয়ে এভাবেই
ভোরের অসমাপ্ত স্বপ্নগুলি ফিরে আসে আমার
হৃদয়ের সমুদ্র সৈকতের নীলাভ সীমান্তে।


শব্দের মেঘদূত মিথিলা আঁচল বিছানো আকাশে
বিমর্ষ উপকূলে দাঁড়িয়ে চেয়ে দেখি অদিতি রঙের আল্পনা
হাজার দুয়ারী জীবনের অজস্র আহত প্রত্যাশারা
বিবাগী বাতাসে মিলে যায় শুকনো পাতার ধ্বনিতে।


নির্বাক আঁধারে জীবন খাতার শূন্য পাতায় লেখা কতো
বিরামহীন শিশির যন্ত্রণার কথাগুলো বিনিদ্র রাতের
ব্যাকুল বেলায় আবদ্ধ হয় স্বপ্নের নিরাকার বৃত্তে
বিধ্বস্ত জীবনের পাণ্ডলিপির পাতা উড়ে ঐশ্বরিক ছোঁয়াতে।


ধূলোজমা তুলির আঁচড়ে একাকীত্বের পূর্ণ বিকাশে
অস্তিত্বহীন শূন্যতায় কে যেন ঝরা পাতার গল্প লেখে যায়
বাকরুদ্ধ একাকীত্বের অচৈতন্য রূপে হারিয়ে যায়
কালের অবুঝ কান্নায় নীল দিগন্তের দু’টি কিনারায়।


হতাশার চাদরে মুড়ি দিয়ে আমি পালিয়ে বেড়াই
সময়ের ফুঁসে উঠা দংশনে আমার অস্তিত্ব হয় বিলীন
নিমগ্ন স্বপ্নের কোলাহল ভেঙ্গে চলমান গ্রহের কক্ষপথে
প্রশস্ত চোখে স্বপ্ন দেখার রাত আমার সবই হয় বৃথা।
_______________
১৬/০৯/১৬......এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®