আমি সেই নারী
তোমাদের সভ্য সমাজের অবহেলিত নষ্ট নারী
যাকে দেখে তুমি চোখ ঘুরিয়ে হেঁটে যাও
যার ছায়া গায়ে পড়লে নিজেকে মহা অপবিত্র ভাবো।


আমি সেই নারী
যাকে রাতের আঁধারে শয্যা সঙ্গিনী করতে
কতোই না তোমার একান্ত নিবিড় প্রত্যাশা
আপ্রাণ চেষ্টা করো তোমরা তুচ্ছ তাচ্ছিল্যের ছলে।


আমি সেই নারী
হাতড়ে বেড়ায় তোমাদের নয়নের পিপাসিত দৃষ্টি
আমার কাপড়ের নিচে শরীরের ভাঁজে ভাঁজে
আমায় নিয়ে ভেসো কত লজ্জাহীন স্বপ্নের জোয়ারে।


আমি সেই নারী
যাকে নিয়ে তোমরা মেতে উঠো আনন্দ উল্লাসে
কোনো আধো আলো নেভানো সুসজ্জিত কক্ষে
এক সময়ে আমাকে ছুঁড়ে ফেলো শূন্য প্যাকেটের মতো।


আমি সেই নারী
যার টাকায় চলে বাবার চিকিৎসা ভাইয়ের ফিস
সংসারের বোঝা কাঁধে নিয়ে দাঁড়াই রাজপথে
অশান্ত বৃষ্টিতে ভিজে তপ্ত রোদ্দুরে জ্বলে ছাতার মতো।


আমি সেই নারী
যার যৌবন কেটে যায় মনোরঞ্জনে প্রসাধনীতে  
সময় যাকে পরিণত করে কুৎসিত নামে
চিরন্তনী নারী হয়ে যায় স্বর্গ বেশ্যা সবার চোখে।
_______________
১৭/০৯/১৬......এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®