কেউ আসেনি,কেউ আসবেও না,
কারো আসার কথাও ছিলোনা,
তবুও অপ্রত্যাশিত প্রত্যাশা নিয়ে অপেক্ষা।


শত সহস্র বসন্ত কেটে গেলো এভাবেই,
কত অদেখা স্বপ্ন হলো পূরণ,
শুধু শান্ত নির্বাক নয়নে চেয়ে চেয়ে দেখেছি।


কত মেঠোপথ পরিণত হলো রাজপথে,
জলাশয় হয়েছে বিপুল ক্রীড়াভূমি,
অগণিত শস্যক্ষেত বিলাস বহুল অট্টালিকা।


বিবর্তনের পথ ধরে পাল্টে গেলো রূপ,
একে একে অপেক্ষার প্রহরের ক্লান্তি,
যুগের দীর্ঘায়ু এনেছে শুভ্রতার রেশ শরীরে।


কেউ আসেনি এদিকে একবারও,
হয়তো কেউ কখনোই আসবে না,
চোখে অজস্র বর্ণীল স্বপ্ন মেখে শুধুই প্রত্যাশা।
_______________
১৮/০৯/১৬......এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®