তুমি যদি আমার কবিতা হও ..............
তোমায় সাজাবো আমি নকশি কাটা কাগজে রঙিন ফ্রেমে,
বাঁধবো নবীন সুরের ধ্বনিতে জোনাকি আলোর শুভ্র প্রেমে,  
যখন জ্যোৎস্না রাতে ঝরবে তুমি মৌনতার সুবাস মেখে,
সৌরভী ফুলে তন্দ্রাহারা ভৃঙ্গের গুঞ্জরণে প্রেমের ডানায় ভেসে।


তুমি যদি আমার কবিতা হও ..............
এলোমেলো অবাদ্ধ চুল সরিয়ে স্বপ্নের খেয়ালি শশীর বাটে্‌
নিয়ে যাবো আবেগী সুরের ছন্দতালে অজানা কোনো ঘাটে,
তোমার শরৎ স্নিগ্ধ বুকে পরাবো প্রেম ভরা মায়ার বালা,
আরোদিব সবুজ ঘাসের সুতোয় বেঁধে শাপলা ফুলের মালা।


তুমি যদি আমার কবিতা হও ..............
প্রমত্ত ঝর্ণা ধারার কূলকূল ছন্দে ভিজাবো হৃদয় তোমার্‌,
আগামী দিনের স্বপ্নের দ্বারে সুখের স্বপ্ন হবো আবার,
আমি প্রাণ ভরে নিবো নিঃশ্বাস তোমার সুরভিত গগনে,
দীপ্ত প্রভায় হবে তুমি আলোকিত সন্ধ্যা ফুলের লগনে।


তুমি যদি আমার কবিতা হও ..............
বর্ষার অবিরত বৃষ্টির আলিঙ্গনে রাখবো তোমায় মনে জড়িয়ে,
রংধনুর সাতরং এনে তোমার মায়াবী আঁচল দিবো ভরিয়ে,
ময়ূর পেখম খুলে নেচে বেড়াবে উল্লাসে অঢেল আনন্দে,
যখন তোমায় পড়বো আমি হৃদয়ের প্রেমভরা ছন্দে ছন্দে।
_______________
২৬/০৯/১৬......এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®