বাস্তবতার বাহিরেও একটা জীবন আছে
অদৃশ্যের জীবন,
তিন অক্ষরে বাঁধা মরণ,
চার অক্ষরের ভালোবাসা দিয়েও,
বেঁধে রাখা যায় না।


ঝরে পড়ে অপেক্ষারত নক্ষত্রের বুকে
শুধুই শূন্যতায় ভরে থাকে বিব্রত সব ভাবনা,
মৌনতা নেমে আসে চোখের পাতায়,
তখন মনে পরে অনেক চেনা মুখের ছবি,
বলতে ইচ্ছে করে অনেক অব্যক্ত কথা।


আমি এমন করে বাঁচতে চাই ...
আমি চাই ভালোবাসার চার অক্ষরের
বন্ধনে আবদ্ধ করে নিজেকে,  
দুর্ভেদ্য মৃত্যুর ব্যাহতি করে জয়,
বেঁচে থাকি অনন্ত কাল।


পাথরের বুকে খাঁজ কাটা নাম লিখায় নয়,
মৃত্তিকার গন্ধে মুখরিত বারান্দায়,
ঝরে পড়া তাল পাতার আসনে,
শিউলি ঝরা আধো ভেজা উঠোনের মাটিতে,
নির্ঘুম রাতে অঝোর বৃষ্টি হয়ে মনের আঙিনায়।
_______________
২৭/০৯/১৬......এথেন্স,গ্রীস  
© Copyright সংরক্ষিত ®