তোমার নিঃশ্বাসের অদৃশ্য মায়ার ব্যাহতিতে
বেঁধে রেখেছিলাম নিজেকে অনন্ত মনে,
শত সহস্র রহস্যের ঢেঊ জাগিয়ে চোখের পাতায়,
অনিন্দ্য সুন্দর হাসির আড়ালে উচ্ছাসিত
প্রতিটি রোমকূপে আনন্দ জাগিয়ে।


আমি আর আমি নেই .........
আমাকে নির্বিকার টেনে নিয়ে যায় অদৃশ্যের মায়ায়
নৈশব্দের লাবণ্য মাখা রাতের আঁধারে।
নির্বাসিত কিছু দীর্ঘশ্বাস উঁকি দিয়ে যায় নাকের ডগায়,
নিবিষ্ট মনে সময়ের হাত ধরে দিগন্তের শেষ সীমানায়,
প্রেমের মৈত্রী তিথিতে নেমে আসে রুঢ়তার উদ্ভাস।


আমি আর সেই আগের মতো নেই্,
গোলাপি অধরের ভাঁজে নেমেছে বয়সের ছাঁপ,
ঊষর চিত্তে জেগেছে নাম না জানা এক আত্মদহন,
এখন ইচ্ছে করে অষ্টম তিথির পূর্ণিমা দিয়ে বিসর্জন,
অমাবশ্যাকে প্রফুল্ল চিত্তে করি নিমন্ত্রণ।


মিথ্যে আবেগ দিয়ে ভুলিয়ে রাখি নিজেকে অবেলার
বিবর্ণ ধোঁয়াটে ঝড়ো বিকেলের বসত ঘরে,
আমি নির্বাক চোখে শব্দের নিশ্চুপ বিভাজনে,
নিবিড় নিভৃতে নীরব দর্শকের ভূমিকায় নিমগ্ন
ভালোবাসা নামক অরূপের লালিত্য আভায়।
_______________
২৮/০৯/১৬......এথেন্স,গ্রীস  
© Copyright সংরক্ষিত ®