আমি দাঁড়িয়েছি তোমার সামনে আধো নত শিরে,
শ্রদ্ধায় নয়,তোমার কাছে শুধুই ক্ষমার তরে।


যুগ যুগ ধরে করে এসেছি তোমাদের অবমূল্যায়ন,
অনুশোচনায় ভুগছি এখন সর্বদা সর্বক্ষণ।


আমাদের মনে আমরা দিয়েছি তোমায় এতো বড় স্থান,
পায়ের জুতো ঘরের বাঁদী রেখেছি তোমার নাম।


জন্ম দিয়েছো কতো পুরুষ তাই জননী তোমায় বলে,
তবুও তোমায় লাঞ্চিত করি কতো কথার ছলে।


কিভাবে কাটাবো এই পুরুষ শাসিত সমাজের দুর্নাম,
আজো করতে পারিনি তোমায় যথাযথ সম্মান।


তুমি নারি,তুমি মাতা তুমি কন্যা তুমি জায়া,প্রিয়তমা,
তুমি হলে এই ধরণীর সর্বশ্রেষ্ঠ উপমা।

তোমাদের ছাড়া স্বর্গ বেহেস্ত হবেনা কখনোই উজ্জ্বল,
তোমাদের মহিমায় সুন্দর এই ধরণী তল।


তোমাদের যদি করি সম্মান পুরুষ সম্মানিত হবে তবে,
জীবনে স্বর্গীয় সুখ পুরুষের পদতলে রবে।
_______________
২৯/০৯/১৬......এথেন্স,গ্রীস  
© Copyright সংরক্ষিত ®