তোমার অতীতের গল্প শুনবো বলে জেগে আছি শত যুগ,
সেই কবেকার শুকনো গোলাপের পাপড়ি ঝরা
আবেগহীন অভিসারের প্রহরে,
সময়ের আয়নার মুখোমুখি আমি আর তোমার সেই
বিরহ বিচ্ছেদে চেয়ে থাকা অতীত।


স্মৃতির পাতায় লেখা ছিল অনেক কিছুই, আবেগী প্রেম,
অনেক দুঃখ আনন্দের মাঝে জড়িয়ে একাকীত্ব,
জীবনের বিষাদ হাসিগুলো আঁধার মেখে,
চাঁদের সাথে লুকোচুরি খেলা করে,
মৌনতায় জমাট বাঁধা নির্বাক নয়নে।


আমি নিথর নিস্তব্ধ অচেতন হয়ে একাকী অতীতের স্বপ্নে,
নিজেকে নিজেই এক অজানা দূরত্বের বাঁধনে বেঁধে,
অতৃপ্ত শরীরে বিষণ্ণ জ্যোৎস্নার ছোঁয়া পেতে,
ফোটা ফোটা হয়ে ঝরে পড়ি অব্যক্ত সিক্ত বাক্যে
ভীষণ অপেক্ষায় ব্যাকুলতার দীর্ঘশ্বাস হয়ে মনের গহীনে।


যখন উত্তাপের অস্থিরতায় দিগ্বিদিক ছড়িয়ে থাকে মৌনতা
তখন নিজেকে খুব বেশি অসহায় বলে মনে হয়,
তোমার অতীতে খুঁজে পাই আমি,
আমার অস্তিত্বকে বাকরুদ্ধ কন্ঠস্বরের আড়ালে
কঠিন বাস্তবতার বর্ণিল রূপে দিগন্তের সীমাহীন কষ্টে।
_______________
৩০/০৯/১৬......এথেন্স,গ্রীস  
© Copyright সংরক্ষিত ®