আমি যদি তোমার উপমা হই সব উপমা নেবে,
বিন্দু বিন্দু ভালোবাসা দিয়ে সিন্ধু গড়ে দেবে।


যদি হই একটি প্রজাপতি বর্ণীল ডানায় ভেসে,
আমায় সুদীপ্ত জীবনের পথে নিয়ে যাবে হেসে।


যদি আমি সাতরঙের আকাশে প্রদীপ দেই জ্বেলে,
তুমি আমায় সাপ্তপ্রদীন সুর শুনাবে হৃদয় খুলে।


যদি হই জ্যোৎস্না ভেজা মালতী ফুলের মালা ,
চমকিত অবাক নয়নে ভালোবাসবে সারা বেলা।


জমে থাকা শিশির বিন্দু হয়ে যদি পড়ি ঝরে,
হৃদয়ের সেই উত্তপ্ত প্রেমে দিবে কি আমায় ভরে।


ক্লান্ত মনে অলস ক্ষণে কিছু সুখ যদি চাই প্রিয়,
ব্যাপৃত ব্যস্ত সময়েও আমায় একটু ছুঁয়ে নিও।


শীতল জমাট বাধা শীতের স্তব্ধ নীরব প্রহরে,
উচ্ছ্বসের উষ্ণতায় আমার জীবন দিও ভরে।


আরতো কিছুই চাই না আমি এইটুকুই যে বেশ,
জীবনে মরণেও রেখো তুমি ভালোবাসার রেশ।
_______________
০২/১০/১৬......এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®