অপরূপ লাস্যময় অধরের ভাঁজে আলতো চুমোর পরশে  
হৃৎপিণ্ড ঝলসে যাওয়া অতৃপ্ত নিঃশ্বাসের উষ্ণতায়
এক চিলতে কিশোরী বৃষ্টি হয়ে এসো আমার আঙিনায়।

আমার ধূসর পৃথিবীর শেষ প্রান্তের অস্তাচল ছুঁয়ে
শুভ্র রংতুলির আঁচড়ে এঁকে দিয়ে যেও অনেক রঙিন স্বপ্ন।


পূর্ণিমা শশীর নির্বাসিত সাতকাহনের বিভ্রান্তির ভিড়ে
সুখ খোঁজে অভিমানী ভোরের সোনালী মেঘমালা
আমার নিদ্রাহীন চোখ জেগে থাকে রূপালি বালুচরে।


নিভৃত জানালার পাশে অশান্ত পুরনো আবেগগুলো
ঝরে পড়ে শরতের আধো ভেজা পথের ধূলোয়।


অমানিশার আকাশ উঠোনে সঙ্গীহীন প্রজাপতি                    
ভেসে বেড়ায় কোন স্বর্গীয় সুখ স্বপ্নের অপেক্ষা নিয়ে
অবাক একজোড়া চোখ ডুবে যায় সন্ধ্যার মৌনতায়।


সোনালী প্রভাতে মুখরিত পাখিদের উল্লাসী ধ্বনিতে,
তুমি ভেসে এসো ন্যস্ত দৃষ্টিতে আমাকে নির্বাক করে,
এই পিদিম জ্বালানো সন্ধ্যাবেলার আঁধার ছুঁয়ে দিতে।
_______________
০৬/১০/১৬......এথেন্স,গ্রীস  
© Copyright সংরক্ষিত ®