আধোছেঁড়া পাতাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে পাশে,
কতো যুগ গোছানো হয়নি জীবন।
পথহারা পাখিদের অক্লান্ত সন্ধান রক্তিম দিগন্তের,
উড়ো শুভ্র যুবতী মেঘের আড়ালে।
খাঁজকাটা ঘরের ভ্রান্তির মাঝে দিশেহারা পথিক,  
জীবনের বিভ্রান্ত অভিনয়ে।
নীরব ভূমিকা রেখে অন্তিম অভিসারের দগ্ধতায়,
প্রদীপ জ্বলে অনুরাগের মোহনায়।
ধূসর বর্ণের হতাশারা জলচ্ছবি আঁকে হৃদয় মাঝে,
ঝরা পাতার বাক্যবাণে আহত ব্যথায়।
বিলুপ্ত কথার বিষাদ ঝরে ক্ষয় হয়ে যাওয়া স্মৃতিতে,
বদ্ধ বায়ুর রঙহীন পাথরের বুকে।
হারানো গল্পের মিটে যাওয়া আবেগগুলো হেসে উঠে,
অনন্ত সময়ের সমীপে মৌনতা মেখে।
জীবনের ইতিহাস লেখা হয় না হেমন্তের ঝরা পাতায়,
একাকীত্বের নিদারুণ কালিহীন কলমে।
দ্বিধাচলের বাতাসে উড়ে যায় বর্ণমালার প্রতিধ্বনি,
শব্দহীন পাতাগুলো পরে থাকে নির্বাক।
তাচ্ছিল্যের নীরব খাতায় থাকে কালের অভিমান,
সময়ের নির্মম বাস্তবতার আড়ালে।
অব্যবস্থিত জীবন গোছানো হয়ে উঠে না কখনোই,
অনিশ্চিত ভবিষ্যতের ব্যাকরণে।
_______________
০৮/১০/১৬......এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®