( আহত খাদিজা কে উৎসর্গ করলাম )


জননী -  তোমায় কি দেইনি বল
জন্ম দিয়েছে তোমায় আমি শরীরের রক্ত করিয়ে পান
স্নেহ মায়ায় গড়ে তুলেছি পেয়েছ সমাজে সম্মান।
একটু একটু করে করেছি বড় আদর সোহাগ দিয়ে
ভবিষ্যতের আশা পূরণে কত সুশিক্ষা নিয়ে।
তোমায় ঘিরে অনেক প্রত্যাশা,দিনেও স্বপ্ন রাশি রাশি
মানুষের মত মানুষ হবে, কাটাবে জীবন সুখে ভাসি।
মানুষ থেকে হলে পশু কোন নিকৃষ্ট আবেগের ভরে
চাপাটি দিয়ে টুকরো করো মায়ের জাতি পথের ধারে।
আমার দুধের মূল্য মেটাবে তুমি এভাবে দিয়ে শাস্তি
পৃথিবীর বুকে হয়ে রবে তুমি চিরন্তন শিক্ষার অস্তি।
  
প্রেয়সী -  তোমায় কি দেইনি বলো
অন্তরের টানে সুখের বানে ভেসে আমার কাছে এসে
কত মধুর করে বলতে তুমি আমায় ভালোবাসে।
অজস্র সুখ প্রাণের সুরে দিয়েছি হৃদয় উজাড় করে
স্বার্থের টানে মারলে আমায় এভাবে ফেলে পথের ধারে।
চাপাটির কোপে টুকরো মুখমণ্ডল দেহ ক্ষত বিক্ষত
যেখানে দিয়েছিলে তুমি কত আদরে চুমো শত শত।
মনের মানুষ ছিলে তুমি কি কারণে হারালে সংবিৎ
লজ্জা লাগে বলতে তোমায় মানুষ ছিল কি তোমার হৃদ।
আমি হারিয়ে গেলাম চিরতরে তোমার ভূবন থেকে
বীভৎস চেহেরায় কাঁদবে তুমি আমায় দেখে দেখে।
_______________
১০/১০/১৬......এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®