মাঝে মাঝে নিজেকে একেবারে ছন্নছাড়া মনে হয়,
শেকড়হীন মমতাহীন নিতান্ত বন্ধনহীন।
নিশীথ রাতের আঁধারে টিমটিমে জ্বলা প্রদীপের মত,
ঝপাসা আলোয় নিভু নিভু প্রাণহীন।


অজস্র মানুষ চারিপাশে কোলাহলে পরিপূর্ণ পৃথিবী,
এত ভিড়ের মাঝে শুধুই শূন্যতা রিক্ততা।
সৈকতে দাঁড়িয়ে জীবনের ডুবন্ত তরী দূর হতে দেখা,
নির্বাক ব্যর্থতা অকুল ভাষাহীন নীরবতা।


প্রখর রোদে তপ্ত মরুভূমির মতো নীরবে জ্বলে যাওয়া,
তৃষ্ণার্ত হৃদয় অশান্ত দগ্ধ তাপে জ্বলন্ত।
বুকভরা ব্যথা নিয়ে মনের গহীনে লুকানো শব্দহীন,
একাকিত্বের বিষণ্ণতায় কষ্ট অফুরন্ত।


জীবন রঙ্গমঞ্চে আল্পনা আঁকি একাকী নিভৃত স্বপনে,
সঞ্চয়ের রিক্তের বেদনে সিক্ত নয়ন।
অবাঞ্চিত কষ্টের ধোঁয়াটে হৃদয়ে মৃত্যুর শঙ্খধ্বনি,
আকাঙ্খাহত জীবনে অহেতুক যাপন।


জীবনের বিদীর্ণ সীমান্তে দাঁড়িয়ে কিসের হাতছানি,
দীর্ঘশ্বাসের উত্তপ্ত বেলাভূমিতে এখন।  
অদৃষ্টের লিখনে ক্ষত বিক্ষত জীবন্ত এক মুখোচ্ছবি,
হারিয়েছে স্বপ্নিল স্বর্ণালী সন্ধ্যায় যখন।
_______________
১৫/১০/১৬......এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®