নির্বাক চোখে ভাষাহীন হয়ে দাঁড়িয়ে পথের ধারে,
মানবতা এসে আমার কাছে বলে যায় চুপিসারে।


আমি আজ সমাজে অমূল্য সম্পদ ভ্রান্ত চিন্তা ধারা,
আমাকে যারা ধারণ করে আজ মহা বোকা তারা।


আমাকে মনে প্রাণে এড়িয়ে চলা অনিবার্য পূর্বধাপ,
অস্থায়ী শব্দের মায়াজালে বাঁধা আমি অভিশাপ।


পথে প্রান্তে দেখবে আমায় লাঞ্ছিত হতে পদে পদে,
পাঠ্য বইয়ের পাতাতেই শুধু আমার অস্তিত্ব পাবে।


মিছিলে শ্লোগানে লক্ষ মুখে হবে আমার জয়গান,
বাস্তবে আমার প্রয়োগ শুধুই অবাঞ্চিত পরিম্লান।


সাঁঝের প্রদীপ জ্বলা প্রার্থনায় আমার আবির্ভাব,
মসজিদ মন্দির গির্জায় থাকবে আমার অভাব।


সম্ভ্রান্ত মণ্ডলীর নেই যে আমার কোনো প্রয়োজন,
মানব সমাজে মানবতা পায় কি করে মূল্যায়ন।


মানবতা আজ ভ্রান্ত পথিক আর বিভ্রান্ত মতবাদ,
অব্যক্ত ভাষায় করে যাই শুধুই নীরব প্রতিবাদ।
_______________
১৬/১০/১৬......এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®