আজ রাতে চাঁদ কে বললাম তুমি নেমে এসো ধরণীতে,
ঝরে পড়ুক চূর্ণ চূর্ণ জ্যোৎস্না আমার প্রিয়ার সিঁথিতে,
আলোকিত হয়ে উঠুক মাধবী মাখা প্রহরগুলো এভাবেই,
থাক আনন্দের ছাপ জ্যোৎস্না ভেজা মুখের অপলক চাহনিতে।


আর আমি - আমাকে নিয়ে কোনই ব্যস্ততা নেই পৃথিবীর,
আমি আছি সেই অজস্র যুগের আবাদহীন ভূমির মতোই,
ইচ্ছের ভেলায় চেপে যাত্রা পথে হারাই জীবন ছায়ায়,
উদাসীন কার্ণিশ ধরে অবাক নয়নে বসে থাকি ভাবনায়।


জীবনের শেষ প্রহরে যদি আমায় দেখতে ইচ্ছে করে,
পশ্চিমের অস্তমিত সূর্য্যের লালিমায় আমায় পাবে,
কখনো হাসবো আমি শরতের শুভ্র মেঘের ভাঁজে ভাঁজে
কখনো প্রজাপতির বর্ণিল ডানায় কখনো মেঘের ভেলায়।


জ্যোৎস্না রাতের কিরণে হারিয়ে যাওয়া নদীর ঢেউয়ে,
অথবা প্রেমময়ী মুহুর্তে তোমার হৃদয়ের শূন্য স্থানে,
অনাবিল মায়ার বন্ধনে ভাষাহীন আবেগের আবেদনে,
বর্ষায় বৃষ্টিতে ভিজে খুঁজে নিও আমায় প্রেমের প্রবল বর্ষণে।


হে চাঁদ - তুমি আমায় নিয়ে ভেবো না আমি আছি দুর্বার,
তোমার মধু ঝরা চন্দ্রিমায় আবার দেখা হবে দু'জনার,
যাপিত জীবনের সুখ লুফে নেবো মুঠো ভরে পুনরায়,
তোমার জ্যোৎস্নায় প্রিয়ার ভেজা আঁচলের আঙিনায়।
_______________
১৭/১০/১৬......এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®