পূর্ণিমা রাতে চাঁদের লুকোচুরি মেঘের আড়ালে
জোনাকিরাও উধাও হয়েছে কোন সে দূরে
এখন শুধুই ঝরা পাতার  নৃত্যের ধ্বনি
ঝিরি ঝিরি বাতাসে শিউলি ফুলের মুখরিত সুবাস।


তোমার হাতে সময় হলে তুমি এসো একবার
আজ হয়তো বৃষ্টি হবে মুষলধারে
প্রবল বর্ষণে পবিত্র হবে পৃথিবীর বুক
তোমার আঁচলে লিখবো বৃষ্টি ভেজা একটি কবিতা।


কাজল কালো মেঘের নিশ্বাস বুকে ধারণ করে
নীল পদ্মের ঘ্রাণ ভাসবে নাকের ডগায়
তোমায় বেঁধে শব্দের মায়াজালে
অসম্ভব একটি শূন্যতায় পরিপূর্ণ সন্ধ্যার মৌনতায়।


একমুঠো বৃষ্টি দিয়ে ভেজাবো তোমায়
জীবনের অতৃপ্ত প্রহরগুলো আনন্দে মিশে একাকার
হাতের মুঠোয় বন্দী করে কিছু রূপকথা  
তোমার চোখে স্বপ্ন ভাসবে উত্তাল তরঙ্গে অবিরাম হেসে।


কোজাগরী আকাশে নিঝুম রাতে মেঘের আল্পনা
দেখবো হৃদয় হৃদয়ের সুরে বেঁধে
নিভৃত বাতায়নে দাঁড়িয়ে আলিঙ্গনের তৃপ্ততায়
লিখে দেবো হৃদয়ের অব্যক্ত সুখ বৃষ্টি ভেজা কবিতায়।
_______________
২২/১০/১৬......এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®